ফরিদপুর: ‘জ্ঞানই জীবন’ স্লোগান নিয়ে ফরিদপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুর রশীদ।
ফরিদপুরের বেসরকারি সংস্থা ‘আমরা কাজ করি’র নির্বাহী পরিচালক এমএ জলিলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সুজাউদ্দিন রাশেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমাউন করিম, আ ন ম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আগুন নেভানোর মহড়া দেন দমকল কর্মীরা।
এদিকে জেলার বোয়ালমারীতেও উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএ/