ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
গাইবান্ধায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় আগুনে পুড়ে মর্জিনা বেগম (৩৩) ও তার দেড় বছরের শিশুকন্যা আসমা-উল হুসনার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



মর্জিনা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলাম কবিরাজের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মর্জিনা মেয়ে আসমা-উল হুসনাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ ওই ঘরসহ দু’টি আগুন লেগে যায়। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মর্জিনা ও তার মেয়ের মৃত্যু হয়। এছাড়া আগুনে দু’টি ঘরের আসবাবপত্র ও নগদ টাকাসহ সব মালপত্র পুড়ে যায়।

বল্লামঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।