ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কংগ্রেসম্যান ব্যাচারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কংগ্রেসম্যান ব্যাচারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ড্যানা রোরা ব্যাচারের সঙ্গে বৈঠক করেছেন দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান।

স্থানীয় সময় রোববার, ১১ অক্টোবর বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠককালে বাংলাদেশে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিকাশে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তা কীভাবে আরও অগ্রসর করা যায় সে বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বলা হয়, প্রযুক্তি বিকাশের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের চলমান পরিকল্পনাও উপকৃত হবে।

এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে কংগ্রেসম্যান ব্যাচার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর প্রযুক্তি উন্নয়নে তার সমর্থন থাকবে বলে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।