ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা খর্ব করার সরকারি সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে সংসদী কমিটি। শ্রমিক বান্ধব সরকারের এই সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয় বলে মনে করেন কমিটির সদস্যরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মো. ইসরাফিল আলম, ছবি বিশ্বাস,শিরীন আখতার, রোকসানা ইয়াসমিন ছুটি প্রমুখ।
বৈঠক শেষে শিরীন আখতার বাংলানিউজকে বলেন, পাউবো শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বন্ধ করবার জন্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা ছিল। শ্রমবান্ধব সরকারের আমলে এই সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। তাই আমরা বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে বলেছি।
তিনি বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকের মৌলিক অধিকার। এই সুযোগ থেকে বঞ্চিত করা হলে শ্রমিকদের মৌলিক অধিকার হরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কখনই এটা চাইবে না।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে বাটা কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে ১নং সাব-কমিটির তদন্ত অগ্রগতি ,সরকারি সিদ্ধান্ত মোতাবেক ঈদুল আযহা উপলক্ষে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যথাসময়ে আর্থিক সুবিধাদি (বেতন-ভাতা ও বোনাস) পরিশোধ করা হয়েছে কি না; যদি না হয়ে থাকে তবে যেসব কারখানায় যথাসময়ে আর্থিক সুবিধাদি (বেতন- ভাতা ও বোনাস) পরিশোধ করেরি সেসব কারখানার বিষয়ে করণীয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ট্রেড ইউনিয়ন ও সিবিএ (রেজি: নং -১৮৮৭,বি-১৮৮৮ এরবং বি -১৯০৬) বন্ধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঈদুল আযহায় সব শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যথাসময়ে আর্থিক সুবিধাদি (বেতন-ভাতা ও বোনাস) পরিশোধ করা হয়েছে। কোনো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেনি বলে জানানো হয় বৈঠকে।
কোনো শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের অসন্তোষ যাতে না হয় এবং শ্রমিকদের যথাসময়ে আর্থিক সুবিধাদি (বেতন-ভাতা ও বোনাস) পরিশোধ করা হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএম/এমজেএফ