পিরোজপুর: পিরোজপুর ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বলাকা ক্লাব সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার জাহিদ হোসেন শেখ (৩৩), একই উপজেলার নাসির উদ্দিন মোল্লা (৪২) ও গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সুমন বৈদ্য (৩৪)।
পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বলাকা ক্লাব সড়ক থেকে ২৬৬ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড