ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মচারীদের কাজ নির্দিষ্ট নিয়মে মূল্যায়িত হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সরকারি কর্মচারীদের কাজ নির্দিষ্ট নিয়মে মূল্যায়িত হচ্ছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: সরকারি কর্মচারীদের কাজ এখন একটি নির্দিষ্ট নিয়মের আওতায় মূল্যায়িত হচ্ছে। এটিকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


 
মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থ বছরের বার্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের সবাইকে কাজ করেই সমাদৃত হতে হবে। সেজন্য আমাদের কাজের মূল্যায়ন বাকি সবার উপর ছেড়ে দিতে হবে।

‘মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের মধ্যে বার্ষিক সমঝোতা স্মারক পৃথিবীর বিভিন্ন দেশে সফল হয়েছে। এতে কাজে গতিশীলতা যেমন আসে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমলাতন্ত্রকে নাড়া দিয়ে গতিশীলতা আনতে হলে পরিবর্তন আনতেই হবে। এক্ষেত্রে বার্ষিক সমঝোতা স্মারক একজন সরকারি কর্মচারীর কাজকে সংখ্যাতত্ত্ব দিয়ে বিশ্লেষণ করে পুরস্কার অথবা তিরস্কারের ব্যবস্থা করা সম্ভব হবে।
 
সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম।

এসময় তিনি বলেন, কাজের মূল্যায়নের ভিত্তিতে যে কয়েকটি মন্ত্রণালয় প্রথম সারিতে রয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয় তাদের মধ্যে অন্যতম।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমআইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।