ময়মনসিংহ: ‘জ্ঞানই জীবন’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে কাঁচিঝুলি ওয়াল্ড ভিশন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-সচিব নূরুল আলম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহ এডিপি’র দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরের কর্মকর্তা বিপ্লব রিছিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ