ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের পশ্চিম বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারের মৃত্যুর (১২) ঘটনায় হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত রিপোর্টে ওই ছাত্রীর মৃত্যুর জন্য পানিতে ডোবা বা অন্য কোনো কারণ ধরা পড়েনি এবং ধর্ষণের কোনো আলামতও পাওয়া যায়নি।
এতে ওই ছাত্রীর মা সালমা বেগমের দায়ের করা অভিযোগ সোমবার গভীর রাতে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এতে পাঁচ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই।
গত ১ আগস্ট স্কুলছাত্রী ফারজানা নিখোঁজ হয়। পরে, ২ আগস্ট বাড়ির পাশের একটি খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড