ঢাকা: ‘জ্ঞানই জীবন’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
সৈয়দপুর (নীলফামারী): দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারসহ রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বরগুনা: সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা জিলা স্কুল মাঠে আলোচনা সভা হয়। সভা শেষে স্কুল প্রাঙ্গণে দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শিত হয়।
বরিশাল: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল মডেল স্কুল ও কলেজের সভাকক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে কলেজ মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।
ধুনট (বগুড়া): বিকেল ৩টার দিকে ধুনট উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ধুনট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
চাঁদপুর: দুপুরে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইশ ছাত্রীর অংশগ্রহণে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি দেখান ফায়ার সার্ভিসের সদস্যরা। মহড়া শেষে শিক্ষার্থীদের উদ্দেশে দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।
দিনাজপুর: বেলা ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পরে ফায়াস সার্ভিসের কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়।
শেরপুর: বেলা ১১টায় শ্রীবরদী উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা চত্বরে দুপুরে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। পরে স্বেচ্ছায় উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ফলদ গাছের চারা রোপণ করা হয়।
জয়পুরহাট: সকাল ১০টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের হয়ে সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া এবং দিবসের গুরুত্ব ও তাৎর্পয তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর: সকালে গাংনী উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফুলকুড়ি শিশু শিক্ষালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সারিয়াকান্দি (বগুড়া): বেলা ১১টায় সারিয়াকান্দি উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়।
পার্বতীপুর (দিনাজপুর): দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। এরআগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
নেত্রকোনা: সকালে দুর্গাপুর উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ক চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নাটোর: সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর