নীলফামারী: নীলফামারী সদরের ২৫০ জন পাট চাষির মধ্যে বিনামূল্যে নাভি পাটবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে চাষিদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ফখরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রামাণিক ও উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক।
পাট অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক চাষিকে সাড়ে ৩ কেজি পাটবীজ, ১১ কেজি ইউরিয়া সার, ৬ কেজি টিএসপি, পৌনে ২ কেজি এমওপি, ৪ কেজি জিপশাম ও কীটনাশক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর