ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাকৃবি কর্মচারী পরিষদ নির্বাচনে নজরুল সভাপতি, মাসুদুল সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বাকৃবি কর্মচারী পরিষদ নির্বাচনে নজরুল সভাপতি, মাসুদুল সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. মাসুদুল আলম

ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ নির্বাচনে মো. নজরুল ইসলাম সভাপতি ও মো. মাসুদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (১১ অক্টোবর) তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি জানানো হয়।

১৫টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি বশির আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার (রানা), অর্থ সম্পাদক মো. আব্দুল আজিজ, সাংগঠনিক ও দফতর সম্পাদক মো. মোশারফ হোসেন,  সমাজকল্যাণ সম্পাদক, মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলুয়ার হোসেন, মহিলা সম্পাদক হাসিনা বেগম এবং নির্বাহী সদস্যরা হলেন- জুয়েল আহমেদ, মো. আজিজুল ইসলাম তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুস সালাম, মো. সিরাজুল ইসলাম ও মাহমুদুর রহমান খান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।