ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কাউখালীতে নিষিদ্ধ বাঁধা জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কাউখালীতে নিষিদ্ধ বাঁধা জাল জব্দ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঁচটি বাঁধা জাল ও তিন মণ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



তিনি জানান, সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচটি বাঁধা জাল জব্দ করা হয়। যার দাম আনুমানিক সাড়ে চার লাখ টাকা। এছাড়া এসময় তিন মণ মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো শিশু সদন ও এতিমখানা কর্তৃপক্ষকে দেওয়া হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।