রাজশাহী: প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন ও সজাগ করে তোলার ক্ষেত্রে কমিউনিটি রেডিও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে রাজশাহীতে ‘তথ্য অধিকার বিষয়ক রেডিও রিপোর্টিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মহানগরীর এনজিও ফোরাম মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনরে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযামুল আজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও রেডিও পদ্মার চেয়ারপার্সন অধ্যাপক মশিহুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সিসিডি’র পরিচালক জি এম মুরতুজা এবং রেডিও পদ্মা’র স্টেশন ম্যানেজার শাহানা পারভীন। অনুষ্ঠান পরিচালনা করেন সিসিডি’র প্রোগ্রাম অফিসার মাফিয়া মুক্তা।
সকাল থেকে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের ওয়ার্কিং সেশন শুরু হয়। গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি বাংলাদেশ আয়োজিত এই প্রশিক্ষণ পরিচালনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে।
তাকে সহযোগিতা করছেন সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর মেহবুব আলম বর্ণ এবং সিসিডি’র পরিচালক জি এম মুরতুজা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস/এমজেএফ