গাজীপুর: গাজীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বড়জোড় গ্রামের সুজন মিয়ার ছেলে রহমত উল্লাহ (৯) ও আশরাফুল (৭)।
নিহতদের পিতা স্বপরিবারে ভবানীপুর এলাকার আলমাসের বাড়িতে ভাড়া থেকে হামজা কেমিক্যাল কারখানায় চাকরি করেন।
স্থানীয় হোতাপাড়া ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলে রাব্বী জানান, দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু বাড়ির কাছে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। বিকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।
এক পর্যায়ে সন্ধ্যার পর এলাকাবাসী স্থানীয় পিন্টুর পুকুরে ওই দুই শিশুর মরদেহের সন্ধান পায়।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস