বরিশাল: ‘অবিলম্বে খাদ্য অধিকার আইন চাই, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’ স্লোগানে দেশব্যাপী খাদ্য অধিকার পথযাত্রার প্রতি সংহতি জানিয়ে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে এবং প্রান্তজনের আয়োজনে বরিশাল শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়।
প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদার সভাপতিত্বে ও প্রান্তজনের প্রচারাভিযান সমন্বয়কারী ইব্রাহিম হামিদ মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান জনাব প্রফেসর মু. জিয়াউল হক।
বক্তারা খাদ্য অধিকার আইন প্রণয়ন করা ছাড়াও কাজের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করা, কৃষকদের স্বার্থে কৃষি আদালত গঠন করা, নারী কৃষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, লোকজ উৎপাদন-পদ্ধতি টিকিয়ে রাখার ব্যবস্থা নেওয়া, বনভূমি ও জলমহাল রক্ষা করা এবং কৃষি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার প্রদানসহ ৭ দফা দাবি তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশালের বিভগীয় সমন্বয়কারী এর মাহমুদুল হক খান মামুন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, ডা. মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান, ভিডিএফের পরিচালক জাকির হোসেন তালুকদার, এনভিএসের নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, বেলার সমন্বয়কারী লিংকন বায়েন প্রমুখ।
সমাবেশ শেষে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে জানানো হয়, বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দেশের ২৫টি জেলা থেকে একযোগে এ পথযাত্রা শুরু হয়ে আগামী ১৭ অক্টোবর ঢাকায় শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর