ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নানার নামে প্রতিষ্ঠিত স্কুল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নানার নামে প্রতিষ্ঠিত স্কুল উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নানার নামে প্রতিষ্ঠিত আমির উদ্দিন ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঢোলভাঙ্গায় এ স্কুলের উদ্বোধন করা হয়।



এ সময় কৈশরের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ছোটবেলা নানার বাড়ি এসে ভোরে নানীর হাতে ডাল ভর্তার সঙ্গে ঘি দিয়ে গরম ভাত খাওয়ার স্বাদ আজও মনে পড়ে। আজ মন্ত্রী হওয়া পর্যন্ত এতো খাবার খেলাম কিন্তু ওই স্বাদ পাইনি।

উপস্থিত জনতা ঢোলভাঙ্গায় একটি হাসপাতাল নির্মাণের দাবি করলে মন্ত্রী তাৎক্ষণিক ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণে প্রস্তাবনা দিতে গাইবান্ধা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রমুখ।

পরে, নানা-নানির কবর জিয়ারত করেন মন্ত্রী। সেখানে বিশেষ মোনাজাতের পর মন্ত্রী গাইবান্ধার উদ্দেশে রওনা হন তিনি।

মন্ত্রীর নানা মৌলভি আমির উদ্দিন সরকার জেলা ও দায়রা জজ ছিলেন। তার নানির নাম রওশন আরা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।