ঢাকা: রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের দু’নারীসহ ৭জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বর্ণমালা সড়কের (৪২৮, উত্তর ইব্রাহিমপুর, কাফরুল) একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইব্রাহিম খলিল বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা ওই বাসায় মেয়েদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করাতেন। পাশাপাশি সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে অনেককে অপহরণ করে ব্ল্যাক মেইলের মাধ্যমে টাকাও আদায় করতেন।
মঙ্গলবার এ ঘটনায় অভিযোগ পেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই নারীসহ এ চক্রের ৭ সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এএসপি ইব্রাহিম খলিল।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জিএমএম/এমএ