ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় পাটচাষিদের মধ্যে সার ও কীটনাশক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মাগুরায় পাটচাষিদের মধ্যে সার ও কীটনাশক বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর উপজেলার চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করেছে জেলা পাট অধিদপ্তর।

উচ্চফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী।

এসময় ৫০ জন পাটচাষির মধ্যে ২০ কেজি করে সার ও প্রয়োজনীয় কীটনাশক বিতরণ করা হয়।   

এ অনুষ্ঠানে সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।