ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে আনসারদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
কালিয়াকৈরে আনসারদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ অনুষ্ঠান হয়।



এতে প্রধান অতিথি ছিলেন, মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসীম উদ্দিন, উপ-মহাপরিচালক (একাডেমি) মো. ফোকান উদ্দিন।

দেশের ২৬টি জেলার ৮৫৪ জন প্রশিক্ষনার্থী গত ১ আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ আংশগ্রহণ করেন। এ সময় পিটি, ড্রিল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সহায়তা প্রদান, ফায়ার অনুশীলন, অস্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শেখানো হয়।

পরে সেরা অলরাউন্ডার, সেরা ড্রিলার ও সেরা ফায়ারার, এই তিনজন কৃতী প্রশিক্ষনার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।