ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডলারসহ আবদুল কুদ্দুস নামে এক ডলার ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এপিবিএনের এএসপি তাজজিনা আক্তার বাংলানিউজকে বলেন, নিয়ম অনুযায়ী ডলার ব্যবসায়ীরা মানি এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা করে থাকেন। কিন্তু আটক ওই ব্যক্তি বিমানবন্দরে অবৈধভাবে ডলার ব্যবসা করছিলেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলচত্বর এলাকায় ডলার বিক্রির সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক ডলার উদ্ধার করা হয়। পরিপূর্ণ গণনা শেষে অঙ্কের পরিমাণ বলা যাবে বলেও জানান তাজজিনা আক্তার।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএ/আইএ