ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ঠাকুরগাঁওয়ে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ঠাকুরগাঁওয়ে সভা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঠাকুরগাঁও: মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ঠাকুরগাঁও সদর উপজেলার ছইতনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করে।



সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলী, জেলা এডিপির ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
 
সভায় জনপ্রতিনিধি, বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটি, অভিভাবক, ছাত্রছাত্রী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভা শেষে প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।