ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং প্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং প্রতিযোগিতা সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং প্রতিযোগিতা-২০১৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (অক্টোবর ১৩) আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।



প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চল চ্যাম্পিয়ন এবং লজিস্টিক এরিয়া রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)-এর কমান্ড্যান্ট, মেজর জেনারেল দেবাশীষ সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ঢাকা অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সকল পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১১টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।