ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শ্যামল (১৮) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গাবতলী পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলকান্দি গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
তিনি পরিবারের সঙ্গে গাবতলীর বড়বাগ এলাকায় থেকে রাজধানীতে ফেরি করে বই বিক্রি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় গাবতলী কোটবাড়ি জামে মসজিদের ইমাম হাফিজ উল্লাহও আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের ভাই আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস শ্যামলকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানকার চিকিৎসকরা শ্যামলকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এজেডএস/এমএ/