বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার সীমান্ত থেকে নিখোঁজ দুই পর্যটক ও এক গাইডকে উদ্ধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিজিরি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল এসএম ওয়ালিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই পর্যটকসহ তিনজন নিখোঁজ নাকি তাদের অপহরণ করা হয়েছে, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
রাইংক্ষ্যং পুকুর এলাকাটি ভারতের সীমান্তবর্তী হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে বলেও জানান কর্নেল ওয়ালিউর রহমান।
এর আগে গত ৪ অক্টোবর রুমা উপজেলা সদর থেকে রাঙামাটির বিলাইছড়ি যাওয়ার পথে রাইংক্ষ্যং পুকুর এলাকা থেকে নিখোঁজ হন দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্না এবং স্থানীয় গাইড মাংসাই ম্রো।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর