গোপালগঞ্জ: নবগঠিত নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (নোবিপ্রবিসাস) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।
এছাড়াও বশেমুরবিপ্রবিতে কর্মরত বাংলানিউজটোয়েন্টিফের.কম ক্যাম্পাসলাইভ ২৪ ডটকম, ব্রেকিংনিউজ, বার্তাবাজার, সময়ের কণ্ঠস্বর, দ্য রিপোর্ট, বিডিলাইভ ৭১.কম, বাংলার চোখ, লেখাপড়া.২৪ কম ও প্রিয়.কম’র সাংবাদিকরা যৌথ বিবৃতিতে নবগঠিত নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় পার্কে অনুষ্ঠিত জরুরি সভার মাধ্যমে এ কমিটি আত্মপ্রকাশ করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ক্যাম্পাসলাইভ ২৪ডটকম ও নোয়াখালী প্রতিদিনের ক্যাম্পাস প্রতিনিধি নুরুল করিমকে।
এছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর.ডটকম প্রতিনিধি হাফিজ উল্লাহ্ শামীম, নোয়াখালীর কথা প্রতিনিধি রেজাউল করিম সোহাগ ও সানবিডি ২৪.কম প্রতিনিধি নাজমুস সাকিব সাদী।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস