ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারবাড়ী এলাকায় ট্রাকের চাপায় মো. সোহেল মিয়া (২২) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুইজন।



মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার কালাকুমার গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন-অটোরিকশা চালক আরফান আলী (৪৬) ও মো. জুলহাস উদ্দিন (৪৫)। তারা উপজেলার নয়াবিল এলাকার বাসিন্দা। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান জানান, সন্ধ্যায় আরফানের অটোরিকশায় করে নালিতাবাড়ী শহর থেকে সোহেল ও জুলহাস বাড়ি ফিরছিলেন। পথে গারবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এতে জুলহাস ও আরফান আহত হন।

ওসি আরো জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।