কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই ফয়জুর রহমান জানান, পিকনিকের ওই বাসটি কক্সবাজার শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
তিনি আরো জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর