ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদেশি নাগরিকদের তথ্য রাখবে সংশ্লিষ্ট থানার ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
রাজধানীতে বিদেশি নাগরিকদের তথ্য রাখবে সংশ্লিষ্ট থানার ওসি

ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে ও তাদের ওপর নজরদারি করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (অক্টোবর ১৩) মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কনফারেন্সে এ সিদ্ধান্ত নেয়া হয়।



ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাজধানীর যে সব এলাকায়  বিদেশি নাগরিকরা বসবাস করেন ও মিলিত হন সেখানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি তাদের বিষয়ে অবহিত থাকার জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। ’

বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে এই কনফারেন্সে বলা হয়, যে সমস্ত জায়গায় বিদেশি নাগরিকরা আসা যাওয়া করেন অথবা একত্রিত হন (কর্মস্থল, হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, বার) সে সব স্থানে পুলিশের নজরদারি বাড়ানো হবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হবে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন ডিএমপিভুক্ত রাজধানীর থানাগুলোর ওসি, সহকারী কমিশনার (এসি), উপ-কমিশনার (ডিসি), ট্রাফিক পুলিশ বিভাগের কর্মকর্তা ও যুগ্ম কমিশনার (ক্রাইম)।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর চার দিন পর একই কায়দায় রংপুরে গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক কুনি হোশিওকে।

এই দুই বিদেশি নাগরিক হত্যার পরপরই  কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করেন ‌আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এনএ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।