ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহকে বিভাগ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ময়মনসিংহকে বিভাগ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

ঢাকা: ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ ঢাকা সংগঠন।

এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে এক আনন্দ র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৩টায় র‌্যালি ও শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিও ময়মনসিংহবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। র‌্যালিতে এ অঞ্চলের মন্ত্রী, এমপি, বিশিষ্ট ব্যক্তিবর্গরাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে জানান সংগঠনের নির্বাহী সভাপতি মাহফিজুর রহমান বাবুল।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।