ঢাকা: ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ ঢাকা সংগঠন।
এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে এক আনন্দ র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিও ময়মনসিংহবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। র্যালিতে এ অঞ্চলের মন্ত্রী, এমপি, বিশিষ্ট ব্যক্তিবর্গরাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে জানান সংগঠনের নির্বাহী সভাপতি মাহফিজুর রহমান বাবুল।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ