ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে সরকারি খাস জায়গার ওপর দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন ভ্রামমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান এ ভ্রামমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে সার্ভেয়ার দিয়ে সরকারি জমির সীমানা নির্ধারণ করা হয়।

এসময় অবৈধ দোকানপাট ভেঙে ফেলার নির্দেশ দিলে তা তাৎক্ষনিক ভেঙে ফেলা হয়। এছাড়া কিছু দোকান মালিকের অনুরোধে তাদের বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়ে নিজ খরচে তা ভেঙে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচলানাকালে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ও উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ফোর্সসহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।