ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

তাবেলা সিজার হত্যা

১৬দিন পর লাশ যাচ্ছে ইতালিতে

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
১৬দিন পর লাশ যাচ্ছে ইতালিতে তাবেলা সিজার

ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাবেলা সিজারের লাশ বুধবার ইতালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।



মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস হত্যার ১৬দিন পর  লাশ দিয়ে যাওয়ার বিষয়টি ফোনে পুলিশকে জানায়।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার সকালে ঢামেক কর্তৃপক্ষের কাছ থেকে লাশ গ্রহণ করে কুরিয়ার সার্ভিস হোম বাউন্ডের ব্যবস্থাপনায় তাবেলা সিজারের লাশ বুধবার রাতে ইতালিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে নিহত হন ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।