ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা

ঢাকাঃ দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজধানীর মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দিয়ে বিশেষ নজরদারি রাখবে পুলিশ।



মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মাসিক অপরাধ পর্যালোচনা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এই কনফারেন্সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাজধানীর মণ্ডপগুলোতে পূজার প্রস্তুতি, পূজা চলাকালীন সময় এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে এ নিরাপত্তা দেবে বলেও পরিকল্পনা করা হয়।

গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে পুলিশ কন্ট্রোল রুম। সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মণ্ডপ এলাকায় পর্যবেক্ষণও করা হবে বলেও কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর পূজা মণ্ডপগুলোর আশ-পাশের এলাকাগুলোতে যাতে কোনো ধরনের চুরি-ছিনতাই ও হয়রানিমূলক ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারি।

এদিকে, যেসব পূজা মণ্ডপে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকবে সেখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠিত ওই কনফারেন্সে।

এবিষয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মো. মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘রাজধানীর সব পূজা মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। যেখানে মণ্ডপগুলোতে ভিআইপিরা যাবেন সেখানে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। ’

‘বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য নদীগুলোতে নৌ-পুলিশ মোতায়েন করার বিষয়ে ‘ক্রাইম কনফারেন্সে’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসজেএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।