ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে মেয়েকে হত্যার অভিযোগে মা-বাবা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
যশোরে মেয়েকে হত্যার অভিযোগে মা-বাবা আটক

যশোর: যশোরে আড়াই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বসুন্দিয়া মোড় বেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের সোহান ও তার স্ত্রী আছিয়া মিলে মেয়ে সুরাইয়া আক্তার দিয়াকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, শিশু সুরাইয়ার বাবাকে ছেড়ে মা আছিয়া বেগম কয়েক মাস আগে সোহান নামে এক যুবককে বিয়ে করেন। সেই থেকে তারা স্থানীয় জঙ্গলবাঁধাল এলাকায় ভাড়া বাসায় শিশু সুরাইয়াকে নিয়ে বসবাস করে আসছিলেন। এলাকাবাসীর ধারণা, আছিয়াকে বিয়ে করে সোহান নিজের বাড়িতে উঠতে পারছেন না। এ ক্ষেত্রে একমাত্র বাধা আছিয়ার শিশুসন্তান সুরাইয়া। এজন্য তাকে কৌশলে হত্যা করে ‘মারা গেছে’ বলে প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।