ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে সেক্টর কমান্ডার্স ফোরামের সম্মেলন

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
শেরপুরে সেক্টর কমান্ডার্স ফোরামের সম্মেলন

শেরপুর: শেরপুরে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা কমিটির সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।



সম্মেলনে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব প্রধান অতিথি, যুগ্ম-মহাসচিব টিভি ব্যক্তিত্ব ম. হামিদ বিশেষ অতিথি এবং ঢাকা বিভাগীয় সভাপতি প্রফেসর একে আজাদ পাটোয়ারী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, লেখক ও সাংবাদিকসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে দ্বিতীয় দফায় আমজাদ হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সেক্টর কমান্ডার্স ফোরামের শেরপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পিসি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।