ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বরখাস্ত

দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুর রহমান কাজলকে বরখাস্ত করা হয়েছে।

যৌতুক দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়।



মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূর নেওয়াজ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এমদাদুল হক বাংলানিউজকে জানান, খুব শিগরিগই উক্ত শূন্যপদ পূরণ করা হবে।  

চলতি বছরের জানুয়ারিতে ডা. শামসুর রহমান কাজল প্রথম স্ত্রীর কাছে পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দিলে সে প্রথম স্ত্রীর সঙ্গে ঘর-সংসার করবে না বলে জানিয়ে দেন। এ ঘটনায় প্রথম স্ত্রী গত ১৪ জুলাই লক্ষিপুর আমলী আদালত-২ এ একটি যৌতুক মামলা দায়ের করেন।

গত ৪ আগস্ট ডা. শামসুর রহমান কাজল জামিনের আবেদন করে বিচারক মো. ইব্রাহীম মিয়ার আদালতে আত্মসর্মপণ করেন। পরে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পিসি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।