ঢাকা: দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ চলছে দিনরাত। এর মধ্যে বনানীর মণ্ডপে রাখা হচ্ছে কূটনীতিক ও বিদেশিবান্ধব পরিবেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বনানী মাঠে মাঝরাতে গিয়েও ব্যস্ত পাওয়া গেল কর্মীদের। বনানী থানা থেকে পাঠানো পুলিশ সদস্যদেরও দায়িত্বপালনে কোনো অবহেলা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বাংলানিউজকে বলেন, এ মণ্ডপটি কূটনীতিক পাড়া থেকে বেশ কাছে বলে এখানেই বিদেশিরা সবচে বেশি আসেন প্রতিবার। তাই তাদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার দিকটি নজর দেওয়া হয়।
দায়িত্বরত পুলিশ সদস্য ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, ১৮ অক্টোবর থেকে এখানে নারী পুলিশ সদস্যরাও থাকবেন। এছাড়া কলাবাগান, ঢাকেশ্বরীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নারী পুলিশ সদস্যসহ অন্য সদস্যদের সংখ্যা বাড়ানো হবে।
পূজাব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টিতে সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন এএসআই আসাদ।
উপস্থিতদের সঙ্গে আলাপে জানা যায়, মাগুরার শ্রাবণী ডেকোরেটর মণ্ডপের সজ্জার কাজ করছে। শোলার ডিজাইন করছে মুন্সিগঞ্জের অ্যাড লিংক। আলোকসজ্জার পুরোটুকু একবারে করা হবে আরও দু’দিন পর। প্রায় ৫০ জন কর্মী এখানে ২৪ ঘণ্টা থেকে কাজ করেন।
গুলশান-বনানী পূজামণ্ডপ পরিষদ এখানের সার্বিক দিক পরিচালনায় রয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অনেকেই প্রস্তুতি দেখে গেছেন ইতোমধ্যে।
শ্রাবনী ডেকোরেটরের মালিক জুয়েল রানা বাংলানিউজকে বলেন, কাজ ৫০ শতাংশ শেষ। সময়সাপেক্ষ সব কাজই প্রায় শেষ করে এনেছি। বাকিগুলো বেশি সময় লাগবে না। ষষ্ঠীর দুইদিন আগে প্রতিমা আনা হবে। তখনই মণ্ডপ পূর্ণতা পাবে। তারা গত ৪ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছেন।
শোলা কেটে সেগুলো রঙ করায় ব্যস্ত সুব্রত চক্রবর্তী। তিনি বাংলানিউজকে জানান, শোলার গায়ে রঙটা এমন করে দিতে হচ্ছে, যা দেখে মনে হয় সবটুকু কাঠের তৈরি। এ রঙে আটা মেশানো রয়েছে। শুকাতে ঘণ্টা পাঁচেক সময় লাগে। এরপর বৃষ্টিতেও ক্ষতি হবে না।
পূজা শেষে এসব সামগ্রী তারা মাগুরা নিয়ে যাবেন এবং ডেকোরেশনের কাজে ব্যবহার হবে বলে জানান সুব্রত চক্রবর্তী।
পুলিশ সদস্য মোশারফ হোসেন ও আনসার সদস্য নাহিদ হোসেন বেশিরভাগ সময় মূল ফটকে নজর রাখছেন। ইসমাইল মাঝে মাঝে ভেতরে ঘুরে আসছেন। এছাড়া মণ্ডপের নিরাপত্তায় রয়েছেন বাসের নামে একজনও।
শোলার ডিজাইনার জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ মণ্ডপটি প্রতিবছরই খুব ভালো ব্যবস্থাপনায় করা হয়। বিদেশিদের কথা মাথায় রাখা হয়, তারা যেন পছন্দ করে!
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসকেএস/পিসি