ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজনগনরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
রাজনগনরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ২ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজরের রাজনগর উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- ইউনুছ আহমদ (৭৫) ও উজায়ের আহমদ চৌধুরী (৬২)।

তারা রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সোনাটিকি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই)  হিল্লোল রায় বাংলানিউজকে জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা জারির কপি মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর থানায় আসে। এতে রাতেই অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান এসআই।

মুক্তিযুদ্ধের সময় তাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।