ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনের ছয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ভবনের এক আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুল হাসিব বাংলানিউজকে জানান, হঠাৎ করে ধোয়া দেখে ভবনের লোকজন নিচে নেমে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫, আপডেট: ১১৩৯ ঘণ্টা
এসজেএ/এমএ