ঢাকা: আগামী ১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট) ও আরএফআইডি ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, সব যানবাহনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এগুলো ছাড়া দেশের কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আমরা আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি।
মন্ত্রী বলেন, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার ঢাকা, চট্টগ্রাম মহানগরী ও ডিটিসিএ’র আওতাধীন গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে প্রতি যাত্রী ১০ পয়সা বৃদ্ধি করেছে। মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রয়েছে।
‘কিন্তু গত কয়েকদিনে আমি সরেজমিনে দেখেছি, অনেক পরিবহন পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করছে। অবাক করা বিষয়, সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি’র কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি। তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ’
ওবায়দুল কাদের বলেন, আমার ধারণা, প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় ও অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, তার পরেও যদি কোনো গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিআরটিএকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি আমি আপনাদের অবগত করতে চাই, বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতগুলো প্রতিনিয়ত কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫/আপডেট: ১১৪৮ ঘণ্টা
এসএমএ/আরএইচ