সুনামগঞ্জ: সুনামগঞ্জে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জামাইপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা শহরের জামাইপাড়ায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে কোনো গাড়ি তার মাথায় ধাক্কা দিয়েছে। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড