ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
হরিণাকুণ্ডুতে কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

ঝিনাইদহ: দাফনের ১৬ দিন পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামের কবর থেকে মারফত নামে ১ মাস ৮ দিন বয়সী এক  শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহটি উত্তোলন করা হয়।



হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, ২৯ সেপ্টেম্বর শ্রীপুর গ্রামের মাসুদ আলী খিলা তার স্ত্রী জুঁথি খাতুনকে পিটিয়ে আহত করেন। এ সময় জুঁথি খাতুন অজ্ঞান হয়ে গেলে তার ছেলে মারফত হোসনকে শ্বাসরোধ করে হত্যা করে তার পরিবারের সদস্যরা। সকালে শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

পরবর্তীতে শিশুটির মা জুঁথি খাতুন বাদী হয়ে ১ অক্টোবর ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- শিশুটির দাদা ওমর আলী, বাবা মাসুদ আলী খিলা, চাচা রনি আহম্মেদ, রানা আহম্মেদ, ফুফু রেহেনা আক্তার।

এ মামলায় আদালত শিশুটির মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এ নির্দেশে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।