ঢাকা: সবক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে রিসার্চ ইনিশিযেটিভস, বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহ ঠাকুরতা বলেছেন, মজুরির ক্ষেত্রে নারী শ্রমিকদের বেশি বৈষম্যের শিকার হতে হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘শান্তি সংলাপে নারী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মেঘনা গুহ ঠাকুরতা বলেন, দিন দিন নারীদের পারিবারিক ও সামাজিক নির্যাতনের শিকারও বাড়ছে। এ বিষয়ে তাদের সচেতন হতে হবে। শান্তি চুক্তিতে বাংলাদেশের অনেক নারী স্বাক্ষর করেছেন। কিন্তু তা জানেন না অনেকেই।
‘নারী শ্রমিকদের মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। এমনকি পিতা-মাতার সম্পত্তির পাওনা আদায় করতে গেলেও তাদের নির্যাতনের শিকার হতে হয়,’ বলেন তিনি।
রিইব-এর নির্বাহী পরিচালক বলেন, অনেক চড়াই-উৎরাইয়ের পর পারবারিক নির্যাতন বিরোধী আইন তৈরি হয়েছে। কিন্তু আজও এই আইনের বাস্তবায়ন কেন হচ্ছে না? তা আমার জানা নেই।
তিনি বলেন, এরপরও নারীরা নীরবে কাজ করে যাচ্ছেন, যার কোনো প্রচারণা নেই। অধিকার আদায়ে নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছানোর বিকল্প নেই।
আলোচনায় প্রাগসর এর উদ্যোক্তা ফওজিয়া খন্দকার বলেন, পৃথিবীতে এখনও প্রতি সেকেন্ডে একজন শিশুর অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। বিশ্বের ২০ কোটি শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এর প্রভাব পড়ছে নারীদের ওপর। ঘরে বাইরে সব জায়গায় নারীরা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এগুলোকে দৃশ্যমান করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ইউএম/এমএ