ঢাকা: রাজধানীর গুলশানের কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক তাবেলা সিজারের (৫০) মরদেহ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে আন্তর্জাতিক কুরিয়ার হোমবাউন্ড’র সুপারভাইজার জ্যাকব ফিলিপ মরদেহটি গ্রহণ করেন।
মরদেহ হস্তান্তরের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু সামা উপস্থিত ছিলেন।
এর আগে ইতালিয়ান দূতাবাসের দুই কর্মকর্তা ড্যানিল পাউলো নোতারো এবং জিও ভ্যালী ছিয়ানী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে এসে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের ইন্সপেক্টর জিহাদ হোসেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আসিসিও-বিডি এর প্রকল্প ব্যবস্থাপক তাবেলা সিজার। এ হত্যাকাণ্ডের ১৬ দিন পর অবশেষে তাঁর মরদেহ ইতালি পাঠানো হচ্ছে।
ঢামেক মর্গ পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান সাংবাদিকদের বলেন, তাবেলা সিজারের মরদেহ ইতালিতে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। হাসপাতাল থেকে হোমবাউন্ড মরদেহটি প্রথমে তাদের গুলশান কার্যালয়ে নিয়ে যাবে, সেখান থেকে আজ (বুধবার) রাত ৯টায় এমিরেটস এয়ার লাইন্সের একটি কার্গো উড়োজাহাজে তার মরদেহ ইতালি পাঠানো হবে।
** গুলশানে গুলিতে ইতালির নাগরিক নিহত
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এজেডএস/এনএ/এটি