ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাহবুবুর রহমান (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এমন দাবি তার বড়ভাই হাবিবুর রহমানের।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহবুবুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ইদ্রিস আলীর ছেলে। ডেমরা ডা. মাহবুবুর রহমান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই ছাত্র যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক ৭৪/২/এইচ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতো।
তার ভাই হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে মাহবুবুর রহমানের ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি আত্মহত্যা দাবি করলেও কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি তার পরিবারের সদস্যরা।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এজেডএস/এটি