ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিরিয়ানি খেয়ে ২ শিশুর মৃত্যু, মা-বাবা অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বিরিয়ানি খেয়ে ২ শিশুর মৃত্যু, মা-বাবা অসুস্থ

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় হোটেলে থেকে কেনা বিরিয়ানি খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা-মা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।



নিহত শিশুরা হলেন- পূর্ব মেহেরঘোনা এলাকার মিজানুর হক ও ইয়াসমিন দম্পতির সন্তান মাহি আকতার (৭) ও মিলি আকতার (৪)।  

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই দুই শিশুর মৃত্যু হয়।

চকরিয়া-পেকুয়ায় দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুদ আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে চকরিয়া থেকে পেকুয়ায় যাওয়ার সময় রাস্তার পাশের হোটেল থেকে তার বাবা মিজানুর হক বিরিয়ানির প্যাকেট কিনে আনেন। এ বিরিয়ানি খেয়ে অসুস্থ হন দুই শিশুসহ বাবা-মা।

তারা দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বাবা-মা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

কেন বিষক্রিয়ার ঘটনা ঘটলো তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।