ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচবিবি রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পাঁচবিবি রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় পাঁচবিবি উন্নয়ন ফোরাম ও আলোকিত পরিবার উন্নয়ন সংস্থা (এপিইউএস) নামে দু’টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-পাঁচবিবি পৌর মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক প্রভাষক মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলম জুয়েল, রাশেদুল ইসলাম, মাহবুবুর রহমান টুকু, এনজিও ব্যক্তিত্ব রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়-পাঁচবিবির চেয়ে অনেক ছোট রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন থামে। কিন্তু অন্যান্য উপজেলার প্রায় দ্বিগুণ বড়, পৌরসভা ও আটটি ইউনিয়নের পাঁচবিবি উপজেলার সোয়াশ’ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামেনা। তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি চাই।   

ইতোপূর্বে একই দাবিতে এ দু’টি সংগঠন পাঁচবিবি পৌর শহরে পরপর দু’দিন মানববন্ধন কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।