ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

ঢাকা: সদ্য ঘোষিত ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলাকে নিয়ে এ বিভাগ গঠিত হয়েছে।



ওই ৪ জেলা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগে বদলি হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত গেজেট প্রকাশের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা- এ চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়:  ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।