ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিদেশি নাগরিকদের হত্যার রহস্য শিগগিরই উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বিদেশি নাগরিকদের হত্যার রহস্য শিগগিরই উন্মোচন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: সাম্প্রতিক সময়ে দুই বিদেশিসহ তিন হত্যাকাণ্ড ও এক হত্যা চেষ্টার রহস্য শিগগিরই জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



তিনি বলেন, আমরা এসব হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার রহস্য বের করার খুব কাছাকাছি পৌঁছে গেছি। শিগগিরই জাতির সামনে এ তথ্য উন্মাচন করা হবে।
 গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার এবং ০৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসিকে গুলি করে হত্যা করা হয়।

গত ০৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে খুন হন ৬৮ বছর বয়সী খিজির খান। নিজের বাড়িতে একটি খানকা শরীফ ছিল তার, তাকে অনেকে পীর মানতেন। একই দিন সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকারকে তার বাসায় গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়।

এই তিন হত্যাকাণ্ড ও এক হত্যা চেষ্টার ঘটনার রহস্য শিগগিরই সবার উন্মোচন করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

লিটনের ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে বিচারকরা যেভাবে নির্দেশনা দেবেন, প্রশাসন সেভাবেই কাজ করবে। আদালতের নির্দেশনা আমাদের কাছে এলে প্রশাসন সে অনুযায়ীই কাজ করবে।
 
গত ০২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামের  ৮ বছরের এক শিশু আহত হয়।
 
স্বাভাবিক ও সুন্দরভাবেই হবে পূজা
এবারও সবাই স্বাভাবিক ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আমি মনে করি, যেহেতু নিরাপত্তা দিতে পারছি, আর আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, তাই পূজায় নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএমএ/এসএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।