ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: নন-এমপিও এমপিওভুক্ত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



এতে বক্তব্য রাখেন, জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি শওকত হোসেন, শিক্ষক নেতা প্রভাষক এম আক্তার মুকুল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহবুব হোসেন, আনিছুর রহমান, শহিদুর রহমান, মুহিবুল্যাহ, শামসুন্নাহারা, মামুনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষকদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের দিকে নজর দেননি। আমরা অবিলম্বে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।