ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পরিবর্তন চাই, না হয় পদ ছাড়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
পরিবর্তন চাই, না হয় পদ ছাড়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পরিকল্পনার সঙ্গে পরিবর্তন না আনতে পারলে পদ ছেড়ে দেন বলে শিক্ষকদের সতর্ক করে দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি আরো বলেন, সরকার সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের পিছিয়ে থাকার সময় নেই। শিক্ষা প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আনতে হবে। যেখানে সমস্যা হবে, সেখানেই সমাধানের জন্য প্রশাসন সহযোগিতা করবে। প্রতিষ্ঠান প্রধানগণ নিজেদের অবস্থান ধরে রাখার জন্য দ্রুত পরিবর্তনের চেষ্টা করবেন। আপনার অনপুস্থিতে কাজ করার জন্য এখন থেকে অন্য একজনকে তৈরি করবেন।

১ নভেম্বর সারাদেশে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে যাতে নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার মো. শাকিল আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার ৮ উপজেলার কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।